"নিরাপদ সড়ক চাই" দাবীতে শাহরাস্তি শিক্ষার্থীদের অবরোধ

"নিরাপদ সড়ক চাই" দাবীতে শাহরাস্তি শিক্ষার্থীদের অবরোধ


রকি চন্দ্র সাহা: গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আবদুল করিম রাজীব ও দিয়া খানম নিহত হয়। 

তাদের মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশে চলমান বিক্ষোভ ঠেকাতে সরকারের নানা আশ্বাস সত্ত্বে ও আন্দোলনে আস্থা পায়নি শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক চাওয়া ও বাস চালকের ফাঁসি ও বিচার দাবি করে ২ই আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গায়), শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ, মানববন্ধন, চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করে এবং ২ ঘন্টা যাবত মহাসড়ক অবরোধ করে। 

এতে দূর-দূরান্তের যাতায়াতের সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের স্বীকার হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, প্রতিবার দুর্ঘটনার পর সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেয়া হয়। সেগুলো বাস্তবায়ন হয় না। তাই আশ্বাস নয়, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীরা বলেন, ঘাতক চালকের বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। আন্দোলনে বাধা সৃষ্টি করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুশিয়ার করে দেন। 

এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লা মারুফ ও শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান সহ সঙ্গী ও ফোর্স নিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, সহকারী পুলিশ পরিদর্শক (এস .আই ) মোঃ মিজানুর রহমান, সমীর চন্দ্র সরকার, সহ অনন্য পুলিশ সদস্যবৃন্দ।



//


from Blogger http://bit.ly/2vwIkBI

Comments