শাহরাস্তি উপজেলা আনসার ভিডিপি সদস্যদেরকে গাছের চারা বিতরণ

শাহরাস্তি উপজেলা আনসার ভিডিপি সদস্যদেরকে গাছের চারা বিতরণ

রকি সাহাঃ গত ২ই জুলাই "আসুন বেশি করে গাছের চারা লাগাই" পরিবেশ বাচাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি উপজেলা আনসার ভিডিপি সদস্যদের মাঝে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন টয়লেট ও গাছের চারা বিতরণ করা হয়েছে।


উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কার্যলায়ের সূত্রে জানা যায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে ২০১৭-১৮ অর্থবছরের ৮ হাজার ৪শ' ৬৭টি স্বাস্থ্যসম্মত টয়েলট ও উপজেলা বনবিভাগ থেকে ফলজ ও বনজি ১৬ হাজার ৯শ' ৩৪টি গাছের চারা আনসার ভিডিপি সদস্যদের মাঝে বিতরণ করা হয়।


এ সময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এটিএম শাহ্আলম ও উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মোহাম্মদ আবদুস সাত্তার পিপিএম (বার) উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিকুল আবহাওয়া এবং সবুজ বনায়ন এর বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে, রাস্তা – ঘাট, বসত বাড়ীর চার পাশে বেশি করে ফলজ বনজ গাছ লাগানোর জন্যই আনসার ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে বলে বক্তারা তাদের বক্তবে তুলে ধরেন।

//


from Blogger http://bit.ly/2IPJSvp

Comments