বকশীগঞ্জে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদের গণসংযোগ

বকশীগঞ্জে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদের গণসংযোগ

বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদ শনিবার সকালে সাধুরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে , বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নিজের জন্য দোয়া চাওয়া সহ নৌকা প্রতীকে আগাম ভোট প্রার্থনা করেন ।

আগামি একাদশ জাতীয় নির্বাচনে তাকে যেন নৌকা প্রতীক দেওয়া হয় সেজন্য সবার কাছে সমর্থন চান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহসভাপতি ছামিউল হক, যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন , সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুুদুল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা গণসংযোগে অংশ গ্রহণ করেন।




//


from Blogger http://bit.ly/2KrpDVv

Comments