রকি চন্দ্র সাহাঃ ৪ আগষ্ট শনিবার ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ শাহরাস্তি উপজেলা শাখার এর উদ্যোগে এম ডি ও চেয়ারম্যান স্যারের মুক্তির দাবীতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা শুরু হয় ডিএসএমএফজি এন শাহরাস্তি উপজেলা যুগ্ন আহবায়ক আবুল খায়ের মোল্লা এর কন্ঠে কোরআন তালায়াত এর মাধ্যমে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএসেমএফ গ্রীন এর শাহরাস্তি উপজেলা যুগ্ন আহবায়ক জনাবা রৌশন আরা রশিদ।
অনুষ্ঠান সভাপতিত্ত্ব করেন ডিএসেমএফ গ্রীন এর শাহরাস্তি উপজেলা আহবায়ক রকি চন্দ্র সাহা।
সভায় প্রধান অতিথি ছিলেন ডিএসএমএফজি এর কুমিল্লা বিভাগীয় সদস্য ও চাঁদপুর জেলা কো-অডিনেটর আবদুল খালেক মীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএসএমএফজি এর কঁচুয়া উপজেলা আহবায়ক শাহীন আক্তার। এছাড়াও জসিম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সভাপতি তার বক্তব্যে ডেসটিনি ২০০০লিঃ এর এম ডি ও চেয়ারম্যান স্যারের নিঃশর্তে মুক্তির দাবী জানিয়ে তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্তি ঘোষনা করে।
//
from Blogger http://bit.ly/2ARlX07
Comments
Post a Comment