বাঁশখালী প্রধানসড়কে রাস্তা নয়, চলছে গাড়ী মেরামত!

বাঁশখালী প্রধানসড়কে রাস্তা নয়, চলছে গাড়ী মেরামত!
পৌরসভা কার্যালয়ের সামান্য উত্তরে প্রধান সড়কের গর্তে ট্রাকটি আটকা পড়ে, এতেই চলে মেরামতের কাজ!

বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কটি একটি ব্যস্ততম সড়ক। সড়ক পথ দিয়ে প্রতিদিন চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীতে যাতায়ত করে সাধারণ যাত্রী থেকে নানা মাল বোঝাই গাড়ী। 

সংস্কারে অভাবে এতে সড়ক পথে খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হলে যান চলাচলে অযোগ্য হয়ে পড়ে সড়কটি। প্রতিনিয়ত সড়ক পথে সংঘটিত হচ্ছে অহরহ দূর্ঘটনা। গাড়ীর নানা যন্ত্রপাতি বিকল হয়ে যাচ্ছে প্রতিদিন। 

সংকুচিত সড়ক, অবৈধ স্থাপনা, ভাসমান দোকানের দখলে রাজপথটি। যার দরুণ সড়কটিই বড় অনিরাপদ হয়ে পড়ছে দিন দিন। দীর্ঘদিন থেকে খানাখন্দে অকেজো হয়ে পড়ছে প্রধানসড়কের বিভিন্ন অংশ। সড়কের দু'পাশের অংশ সম্প্রসারণের কাজের দীর্ঘসূত্রিতা তো আছেই। 

সড়ক সম্প্রসারণের কাজে নানা অনিয়ম লক্ষণীয়। বিদ্যুৎতের খুঁঠি, গাছ-পালা, অবৈধ স্থাপনা রাজ দখলে আছে! অতচ সরানোর কোন লক্ষণমাত্র নাই। যাচ্ছেতাই করে সড়কের দু'পাশ সম্প্রসারণের কাজ চলছে। ইতোমধ্যে সড়কপথে জনজীবন অতিষ্ট।

আজ (শনিবার) সকালে বাঁশখালী পৌরসভার কার্যালয়ের সমান্য উত্তরে প্রধান সড়কের গর্তে আটকে যায় ট্রাকটি। ট্রাকটি মেরামতের টুলকিট থেকে নানা যন্ত্রপাতি নিয়ে ঠিক করা হচ্ছে এমন দৃশ্যটি দেখে মনে হলো সড়কটি যেন গাড়ী মেরামতের স্থান! বাঁশখালীর জনদূর্ভোগের আরেক নাম সড়ক যোগাযোগ ব্যবস্থা। 

তা ছাড়া অভ্যন্তরিণ সড়ক গুলোর অস্থিত্ব প্রায়ই বিলীন। জনদূর্ভোগের কথা বিবেচনা করে বাঁশখালীর অভ্যন্তরিণ সড়কগুলো দ্রুত সংস্কার করা হোক। প্রধানসড়কের কাজের সুষ্ঠু তদারকী করা হোক। নীরাপদ সড়ক ও নীরাপদ যাত্রা সুনিশ্চিত করা হোক।



//


from Blogger http://bit.ly/2AE1XOh

Comments