বকশীগঞ্জে জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

বকশীগঞ্জে জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সময় বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহসভাপতি জয়নাল আবেদিন, যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মোকারেছ খোকন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মিষ্টার রানা, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান যুবায়ের হিটলার, বাট্টাজোড় ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা. আব্দুল মুন্নাফ , সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা , সহসভাপতি রাকিবিল্লাহ রাকিব প্রমুখ।

আগামি ১৫ আগস্ট জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ , শ্রমিক লীগকে নির্দেশনা প্রদান করা হয়।


//


from Blogger http://bit.ly/2vgHpWV

Comments