বকশীগঞ্জ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন জেলা জাতীয় পার্টির সদস্য ও জাহাজ ব্যবসায়ী আরিফুর রহমান পাভেল। তার বাড়ি বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে।
৩ আগষ্ট শুক্রবার বিকাল ৫ টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুমের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
একই সঙ্গে আরেক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান শামীমও বিএনপিতে যোগদান করেন।
বিএনপিতে যোগদান করেই তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন।
উপজেলা বিএনপি কর্তৃক অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম।
বাস স্ট্যানড মোড়ে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহবায়ক ফকরুজ্জামান মতিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল কাইয়ুম, সিনিয়র যুগ্ন আহবায়ক রকিবুল হাসান বাবুল , যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লেবু, পৌর বিএনপির আহবায়ক হাফিজুর রহমান ফিরোজ, বিএনপিতে যোগ দেয়া আরিফুর রহমান পাভেল ,মেরুরচর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রউফ, সদস্য সচিব গাজী সহিজল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি কায়সার আমিন , উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল সরকার, যুগ্ন সম্পাদক ফিরোজ মিয়া , সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম , কলেজ ছাত্রদলের সভাপতি জীবন মিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
//
from Blogger http://bit.ly/2OI7Tca
Comments
Post a Comment