বকশীগঞ্জে জঙ্গিবাদ ও মাদক বিরোধী কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে জঙ্গিবাদ ও মাদক বিরোধী কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে জঙ্গিবাদ,শিশু নির্যাতন , বাল্যবিবাহ ও মাদক বিরোধী কমিউনিটির মতবিনিময় সভা বুধবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জেলা পুলিশের উদ্যোগে বকশীগঞ্জ খয়ের উদ্দিন আলিম মাদ্রাসা মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান (বিপিএম বার)।

জামালপুর জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সময় বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার আশরাফুল আজিম, বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন।

মতবিনিময় সভায় তিনি জঙ্গিবাদ দমন এবং মাদকমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতনতা সৃষ্টির আহবান জানান। পরে ৭ টি ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান।




//


from Blogger http://bit.ly/2Kd4v5v

Comments