বকশীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা

বকশীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা
বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে চেক ও অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এই ঘোষণা দেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর , উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ ।

২০১৭২০১৮ অর্থ বছরের স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঐচ্ছিক তহবিল হতে ৪০ জন উপকারভোগীর মাঝে দুই লক্ষ ৪০ হাজার, ৯ টি মসজিদে ৯০ হাজার, ২ টি মন্দিরে ২০ হাজার, সামাজিক বনায়ন কর্মসূচির ১৮ জন অংশীদারের মাঝে ৪২ লক্ষ টাকার চেক বিতরণ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ২৭ টি পরিবারে মাঝে অর্থ বিতরণ, অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ  ও ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ২৩৫ জন ভিক্ষুকের মাঝে নগদ অর্থ ও সম্পদ বিতরণ করা হয়।

এরপর স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা শিক্ষা অফিসের নবনির্মিত উর্দ্ধমূখী সম্প্রসারণ ভবন উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ।
//


from Blogger http://bit.ly/2v9uepP

Comments