সাংবাদিক মোস্তাক এলাহী বাদশার মৃত্যুতে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে শোকসভা

সাংবাদিক মোস্তাক এলাহী বাদশার মৃত্যুতে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে শোকসভা

বকশীগঞ্জ প্রতিনিধি: বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক দিনকালের সিনিয়র সাব এডিটর মোস্তাক এলাহী বাদশার অকাল মৃত্যুতে শোক সভা করেছে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

৩১ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, দৈনিক দিনকাল এর বকশীগঞ্জ প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজর, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সচিব শরিয়তুজ্জামান, বকশীগঞ্জ কোহিনূর মাদ্রাসার সুপার মো. শফিউল আলম, প্রধান শিক্ষক রাজিউল হাসান লাবলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুু, সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সাপ্তাহিক বকশীগঞ্জ  এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, দৈনিক ডেসটিনি'র বকশীগঞ্জ প্রতিনিধি মো. নূরুজ্জামান খান, সাংবাদিক এস এম আশরাফুল আজম, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক আফজাল শরীফ, সাংবাদিক রাশেদ আলম, বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের নেতা নুরুজ্জামান মিয়া, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক এইচএমটি সুমন, সরকার আক্তার হোসেন।

শোক সভায় সাংবাদিক মোস্তাক এলাহী বাদশার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মেরুরচর জামে মসজিদের ইমাম মওলানা হামিদুল ইসলাম।
এতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।




//


from Blogger http://bit.ly/2Aq9xfp

Comments