বাঁশখালী জনপদ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুল মালেক এর পুত্র মো. নুর হোসেন (১৩) ২৯ জুলাই রাত রবিবার ৪টার দিকে ঘুম থেকে জেগে উঠে ওজু করতে বাহিরে যাবে বলে বের হলে সে থেকে নিখোঁজ হয়ে যায়।
তার বড় ভাই আল-মদিনা শিল্পীগোষ্ঠী'র সহকারি পরিচালক সাদেক হোসাইন আল-মদিনা জানান, বৈলছড়ি বাজারের পূর্ব পাশে তালুকদার পাড়া আহমদিয়া মাদরাসায় হেফজ বিভাগে পড়ে নুর হোসেন। গতরাত থেকে তার নিখোঁজের খবর পাওয়া গেছে ।
পরনে ছিল রঙ্গিন গেঞ্জি, গায়ের রং ফর্সা। কোন সুহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে- 01823-739771 নং এ যোগাযোগ করতে পারেন।
//
//
from Blogger http://bit.ly/2LRErlq
Comments
Post a Comment