বরিশাল বিএনপির নারী কাউন্সিলর যোগ দিলেন আওয়ামী লীগে

বরিশাল বিএনপির নারী কাউন্সিলর যোগ দিলেন আওয়ামী লীগে

সেবা ডেস্ক: ভোট গ্রহনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছেন জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আয়শা তৌহিদ লুনা। তিনি চলমান সিটি নির্বাচনে সংরক্ষিত ১০, ১১, ১২নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

২৭ জুলাই রাতে বরিশাল মহানগরীর কালীবাড়ী রোডে সেরনিয়াবাত ভবনে আওয়ামী লীগে যোগ দেন তিনি। যোগদান অনুষ্ঠান উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা বেগম। তার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন লুনা।

আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে নারী কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নীতিতে উদ্বুদ্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছি। যতদিন রাজনীতি করব, ততদিন বঙ্গবন্ধুর আদর্শে থেকে রাজনীতি করে মানুষের সেবা করে যাব।'

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্যরা।

প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার ঠিক আগমূর্হুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে লুনা বলছেন, সম্পূর্ণ স্বেচ্ছায় আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রেখে এবং আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছি।
 -
//


from Blogger http://bit.ly/2OqeEyS

Comments