বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়কক অবহিতকরণ সভা ৩০ জুলাই সোমবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোনিয়া আক্তার।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,
জেলা পরিবার পরিবার পরিকল্পনা কার্যালয়ের এফপি ফ্যাসিলিটেটর মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক আশরাফ আলী, মিজানুর রহমান, ইমাম প্রতিনিধি মওলানা আবদুর রাজ্জাক, সূর্যের হাঁসি ক্লিনিকের ব্যবস্থাপক রেজাউল করিম প্রমুখ ।
সভায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, কৈশোরকালীন সময়ে বিভিন্ন সমস্যা ও তার সমাধান , সচেতনতা বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
-
//
from Blogger http://bit.ly/2Aq6t2E
Comments
Post a Comment