রৌমারী প্রতিনিধি: দৈনিক যুগান্তরের রৌমারী উপজেলা প্রতিনিধি এসএম সাদিক হোসেনকে আটক করা হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কর্তিমারী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বলে পুলিশ জানায়। তবে সাংবাদিকদের নিকট তদন্তকারী ওই এসআই আকতার হোসেন বলেছেন তার বিরুদ্ধে একটি নারী শিশু ও একটি মাদকের মামলা রয়েছে।
কুড়িগ্রাম-৪ আসনের এমপি রুহুল আমিন বলেন, আজ ওসি জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে ঢাকা পুলিশ সদরদপ্তর থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এআইজি) ওমর ফারুক রৌমারীতে এসেছেন। ওই সাংবাদিক ওসি'র বিরুদ্ধে সকল কাগজপত্র নিয়ে আসার সময় উদ্দেশ্যপ্রনোদিতভাবে তাকে আটক করা হয়েছে।
একই কথা বলেন, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসীও। তিনি বলেন, তদন্তে আসা ওমর ফারুকের নিকট সাংবাদিক সাদিক হোসেন আসছিলেন। এ সময় তাকে আটক করার উদ্দেশ্য হলো যাতে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত না হয়।
এ ব্যাপারে ওসি জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিককে কি কারণে আটক করা হয়েছে তা আমি জানি না। খোঁজ নিয়ে জানাবো।
//
from Blogger http://bit.ly/2K4GxJt
Comments
Post a Comment