
সেবা ডেস্ক: অল্প সম্পদের উপযুক্ত ব্যবহার করে সিলেট মহানগরে বেকারত্ব দূরীকরনে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ আকর্ষণে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করবেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যা সমাধানে কামরানের নির্বাচনী ইশতেহার মহানগরবাসীর প্রত্যাশা পূরণ করবে।
দক্ষ ও রপ্তানিমূখী জনশক্তি গড়ে তুলতে মানসম্মত কারিগরি শিক্ষা ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোগ গ্রহণ করা হবে। সেজন্য প্রতিষ্ঠা করা হবে একাধিক শিল্প প্রতিষ্ঠান। সিলেটের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য সিলেট সিটি কর্পোরেশনে বিশেষ ইন্টার্নশিপের মাধ্যমে কাজের সুযোগ করে দেওয়া হবে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত না-হওয়ায় পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। হবে হচ্ছে বেড়াজালে আবদ্ধ থাকা 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ ' গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রবাসীদেরকে বিনোয়োগে আগ্রহী করতে তুলতে উদ্যোগ গ্রহণ করা হবে। প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য হেল্প ডেক্স চালু করা হবে।
নতুন কোনও কর আরোপ না করে নগরের অবকাঠামোগত উন্নয়ন সাধন করা হবে। যথাযথ ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। ওয়ার্ডভিত্তিক উন্নয়ন কমিটি গঠনের মাধ্যমে নগরবাসীকে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হবে।
//
from Blogger http://bit.ly/2K1iX0h
Comments
Post a Comment