
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে এনএম উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে এনএম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আলোচনা সভা অনুষ্ঠানে ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, ভারপ্রাপ্ত ওসি মশিউর রহমান, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সফল মৎস্য চাষি মুসা মিয়া, গঙ্গারাম দাশ প্রমুখ।
আলোচনা সভা শেষে তিন জন সফল মৎস্য চাষি পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা।
//
from Blogger http://bit.ly/2LzOlEV
Comments
Post a Comment