
সেবা ডেস্ক: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে পৃথক পৃথক প্রার্থী দিয়েছে জামায়াত ও বিএনপি। এরপর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে চলছে নীরব যুদ্ধ। জামায়াত ও বিএনপি একে অপরকে নিয়ে কটুক্তি করার কোনো প্রয়াসই বাকি রাখছেন না তারা। এমতাবস্থায় জামায়াত ইসলামকে তাচ্ছিল্য করে কথা বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশের মানুষ হয় ধানের শীষে ভোট দিবে নতুবা নৌকায়। এখানে জামায়াতে ইসলামীর ঘড়ি মার্কায় কেউ ভোট দিবে না।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের এমন কথায় ক্ষোভে ফেটে পড়ে জামায়াতের কর্মী আনিছুর রহমান। তিনি বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কথা শুনে মনে হচ্ছে ২০০১ সালের ক্ষমতায় তারা নিজের যোগ্যতায় এসেছে। যদি এমনই হতো তাহলে ১৯৯৬ সালে তারা ক্ষমতায় কেনো আসলো না? বিএনপি আমাদের তাদের প্রয়োজনে ব্যবহার করেছে। এ ব্যাপারটি মোটামুটি নিশ্চিত। আমরা চেয়েছিলাম, ২০ দলের পক্ষ থেকে এবারের সিলেট নির্বাচনে জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরকে মনোনয়ন দেয়া হোক। কিন্তু ব্যাপারটি মেনে নিতে চাইছেন না বিএনপি নেতা তারেক রহমান। যা নিতান্তই বেমানান। আর এবার মওদুদ আহমদের বক্তব্য শুনে প্রমাণ হলো জামায়াতকে শুধু নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে বিএনপি। বিপদে পড়লে বিএনপি আমাদের খোঁজ নেয়। প্রয়োজনে পা ধরে। কিন্তু এর চেয়ে বেশি আমাদের কোনো সহায়তাই দেয়া হয় না। এটা তো আর হতে দেয়া যায় না। আর মওদুদ আহমদের কথা থেকে বোঝা যায়, তারা একাই নির্বাচনের যোগ্য। তাহলে ঠিক আছে, দেখি আগামী নির্বাচনে আমাদের ছাড়া তারা কিভাবে জয় লাভ করে।
মওদুদ আহমদের উক্ত কথার পরিপ্রেক্ষিতে বিএনপির এক সিনিয়র নেতা বলেন, মওদুদ সাহেবের কথা যৌক্তিক। দেশের মানুষ খালেদা জিয়াকে চেনে। জামায়াতে ইসলামীকে নয়। ফলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মানুষ খালেদা জিয়ার পক্ষে ভোট দিবে। জামায়াতে ইসলামকে নয়। যদিও তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক জোট রয়েছে। তবে আদর্শগত কোনো মিল নেই। ফলে জামায়াতকে আমরা তেমন কোনো দল মনে করি না।
বিএনপি ও জামায়াত ইসলামের পাল্টাপাল্টি বক্তব্য শুনে বোঝা যাচ্ছে ফখরুল-তারেক দ্বন্দ্ব ছাড়াও বিএনপিতে জোটকেন্দ্রীক দ্বন্দ্ব বিদ্যমান। এমন চলতে থাকলে আগামী একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
//
from Blogger http://bit.ly/2NhQllj
Comments
Post a Comment