আর্জেন্টিনার কোচ হচ্ছেন পেপ গার্দিওলা

আর্জেন্টিনার কোচ হচ্ছেন পেপ গার্দিওলা
সেবা ডেস্ক: -আর্জেন্টিনা দলের নতুন কোচ হচ্ছেন পেপ গার্দিওলা? এমনটাই স্প্যানিশ গণমাধ্যমে শোনা যাচ্ছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নাকি গার্দিওলাকে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবে ইতোমধ্যে হোর্হে সাম্পাওলির বিদায় নেওয়ার ঘণ্টা বেজে গেছে বলেও শোনা যাচ্ছে। আবার গার্দিওলাও নাকি প্রস্তাবে রাজি।

এছাড়াও ব্রিটিশ গণমাধ্যম দ্য উইকও একই সংবাদ জানাচ্ছে। দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যম সকারলাডুমা গার্দিওলার আর্জেন্টিনার কোচ হওয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট বলছে, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) চলতি মাসেই গার্দিওলাকে আর্জেন্টিনার কোচ হওয়ার প্রস্তাব দেবে। তার জন্য ১২ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব পাশ করছে ফুটবল সংস্থাটি।  চুক্তির মেয়াদ হবে আগামী ২০২২ বিশ্বকাপ পর্যন্ত।

গার্দিওলাও এ প্রস্তাবে রাজী। এরমধ্যেই শিষ্য সার্জিও আগুয়েরোকে জানিয়েও দিয়েছেন সে আর্জেন্টিনার কোচ হলে খুশিই হবেন। তবে কিছুটা সমস্যা হচ্ছে স্ত্রী ক্রিস্তিনা সেরাকে নিয়ে। দূরত্বটা বাধা হতে পারে। তবে স্ত্রী গার্দিওলাকে সমর্থন করছেন বলে শোনা পত্রিকাটি জানিয়েছে।

আবার এদিকে বিনা পারিশ্রমিকে আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছা পোষণ করেছেন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। এমনকি মেসিদের কোচ হওয়ার ইচ্ছা দেখিয়েছেন দেশটিকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া মারিও ক্যাম্পেসও। অন্যদিকে গার্দিওলা কোচ হলে সাম্পাওলির বিষয়ে একটি সুরাহা দেওয়া দরকার। তবে এর আগে সাম্পাওলির বিষয়ে সমাধান করতে হবে এএফএকে।

লিওনেল মেসির সঙ্গে পেপ গার্দিওলার সুস্মপর্ক রয়েছে। বার্সেলোনার কোচের দায়িত্ব পালনের সসময় যে সম্পর্ক গড়ে উঠেছিল তা এখনো বহাল। আবার ম্যানসিটিতেও আগুয়েরো ও নিকোলাস ওটামেন্দির কোচ গার্দিওলা। সব মিলিয়ে গুঞ্জনটা বেশ জোরালোই হয়েছে।
//


from Blogger http://bit.ly/2zjTSxk

Comments