বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
 বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফা আক্তার।

১৮ জুলাই বুধবার দুপুর ১২ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ৭ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় সাংবাদিকদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর,

সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাজ্জাক  মাহমুদ, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক এএইচ লালন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি ও সাংবাদিক আফজাল শরীফ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বকশীগঞ্জ উপজেলায় মাছের রয়েছে ৩ হাজার মেট্রিক টন।

কিন্তু মাছের উৎপাদন হচ্ছে ২ হাজার ৮২২ মেট্রিক টন। অর্থাঃ মাছের ঘাটতি রয়েছে ১৭৮ মেট্রিক টন। আগামি মওসুমে সকলের সহযোগিতায় এ ঘাটতি পূরণ করা সম্ভব বলেও জানান তিনি।
//


from Blogger http://bit.ly/2LmItBR

Comments