সিলেট সিটির বিভ্রান্তি বিষয়ে কেন্দ্রীয় বিএনপিকে দুষছে আরিফ-সেলিম

সিলেট সিটির বিভ্রান্তি বিষয়ে কেন্দ্রীয় বিএনপিকে দুষছে আরিফ-সেলিম

সেবা ডেস্ক: সিসিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থিতা নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে পড়ে আছেন দলীয় মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী ও নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। দুজনই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংকট তৈরির কারণ হিসেবে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাচারিতা এবং হেয়ালিপনাকেই দুষছেন।

তারা বলছেন, সিলেট সিটির মেয়র প্রার্থিতা নিয়ে কেন্দ্রীয় বিএনপি বিশেষ কোনো আলোচনায় না বসে স্বেচ্ছাচারিতাকে প্রধান্য দেয়ায় আজ এই দুর্দশা। যদিও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্তের দায়ে সেলিমকে দল থেকে বহিস্কারের পর হার-জিত নিয়ে বিশেষ শঙ্কিত নন তিনি। ফলে শঙ্কার মাত্রাটা সবচেয়ে বেশি হয়ে দেখা দিয়েছে আরিফুল হক চৌধুরীর পক্ষে।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতাদের আহ্বানের পরও সিলেট সিটি নির্বাচন থেকে সরে দাঁড়াননি জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের। একদিকে মাঠে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী অন্যদিকে জামায়াতের প্রার্থী। বিভ্রান্তিতে থাকা দলীয় নেতাকর্মীরাও সিলেট নির্বাচনের এই বিপর্যয়কে কেন্দ্রীয় বিএনপিকেই দোষারোপ করছেন। তারা বলছেন, কেন্দ্রীয় বিএনপি একক প্রার্থী নিশ্চিত না করতে পারায় ভোটের মাঠে এর সুযোগ পাবেন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান।

বিপর্যয়ের শুরুতে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বলছিলেন, জোটের রাজনীতির স্বার্থেই অপর দুইজনের প্রার্থিতা প্রত্যাহার করা উচিত। অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী বলছিলেন, দল, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন চূড়ান্ত করার কারণেই শেষ পর্যন্ত লড়ে যাবেন তিনি। আর সিলেট সিটি নির্বাচনে ছাড় দিতে বরাবরই নারাজ ছিলেন জামায়াতের প্রার্থী।

যদিও জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের তার সিদ্ধান্ত নিয়ে চিন্তিত নন। তবে বিএনপির মনোনীত প্রার্থী আরিফ এবং বিদ্রোহী সেলিম পরস্পরের প্রতি পরস্পরের দোষারোপ অবিচল রেখেই কেন্দ্রীয় বিএনপির দিকেই ক্ষোভের সুর ছুঁড়ছেন বলে জানা গেছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের পর এই দ্বন্দ্বে পুড়তে পারে কেন্দ্রীয় বিএনপির কপাল।



//


from Blogger http://bit.ly/2NnNqYq

Comments