`ফিলিস্তিনি নারীদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলি হামলা আহত শতাধিক'

`ফিলিস্তিনি নারীদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলি হামলা আহত শতাধিক'
সেবা ডেস্ক: -মঙ্গলবার হাজারো ফিলিস্তিনি নারী অবরুদ্ধ গাজা উপত্যকায় বিক্ষোভে অংশ নিয়েছেন। এবার এই শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  গাজা উপত্যকায় ইসরায়েলি সীমান্ত বেড়ার কাছে কয়েক হাজার ফিলিস্তিনি নারী মঙ্গলবার বিক্ষোভে অংশ নেন।

গত ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।   চলমান আন্দোলনে ফিলিস্তিনি নারীদের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে।

ইসরায়েল বিরোধী আন্দোলনে তাদের অংশগ্রহণ বেড়েছে অনেকটা। আর এ কারণে এবারের ভূমি দিবসের কর্মসূচি আলাদা মাত্রা পেয়েছে।
সূত্র: আল জাজিরা //


from Blogger http://bit.ly/2zc9B1I

Comments