
গোলাপগঞ্জ প্রতিনিধি: "দৃষ্টি সবার অধিকার" এ স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে ইংল্যান্ড প্রবাসী হিরুক উদ্দিন হিরু'র অর্থায়নে ও ফাজিলপুর যুব সংঘের সহযোগীতায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন শনিবার ফাজিলপুর ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করে ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানী নগর সিলেট। উক্ত ক্যাম্পে চোখের নানা রোগে আক্রান্ত তিন শতাধিক রোগীকে বিনামুল্যে চক্ষু পরীক্ষা, ফ্রি চশমা- ঔষধ বিতরণ ও প্রায় ৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
উক্ত চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন সিলেট সরকারী কলেজের অধ্যাপক মঈন উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক মুহিব উদ্দিন আহমদ, ফাজিলপুর ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল সহিদ, প্রধান শিক্ষিকা শিখা রাণী দে, সহকারী শিক্ষিকা স্মৃতি রানী চক্রবর্তী,শর্মিলা দাশ, রওশন জাহান চৌধুরী, তাহমিনা ইয়াছমিন চৌধুরী, লুৎফা আক্তার কলি, সমাজসেবী গৌসুল হাফিজ চৌধুরী, ফাজিলপুর যুব সংঘের সাধারণ সম্পাদক সাবুল আহমদ, ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম,মেডিকেল অফিসার ডাঃ নাহিদ আহমদ, কাউন্সিলার রুমানা বেগম, মন্তুশ দাশ, প্যারামেডিক্স রুবেল আহমদ, অফিসিয়াল গাইন্ডার জাহাঙ্গীর আলম, পিয়ার আহমদ, শামীম আহমদ প্রমুখ।
//
from Blogger http://bit.ly/2NzsJJZ
Comments
Post a Comment