
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় প্রথম বারের মত মহিলা ইউএনও হিসেবে যোগদান করেছেন মোমেনা আক্তার।
তিনি ১০ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচ টায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি ১১ জুলাই বুধবার বাঁশখালী উপজেলার ৩৩তম নির্বাহী অফিসার হিসেবে তিনি অফিস কার্যাদি সম্পন্ন করবেন।
বাঁশখালী উপজেলার নব ইউএনও মোমেনা আক্তার এর পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ৮ জুলাই পদায়ন বলে তিনি বদলী হয়ে বাঁশখালী উপজেলার ৩৩ তম সর্বপ্রথম মহিলা ইউএনও হিসেবে যোগদান করেন।
জানা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৩০তম বিসিএস পাশ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানায় ।
দায়িত্বপালনে তিনি বাঁশখালী উপজেলা বাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
//
from Blogger http://bit.ly/2N2oLIY
Comments
Post a Comment