
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ২২ জুলাই
প্রত্যন্ত অঞ্চলে অনাথ এতিম মেধাবী গরীব জনগোষ্ঠী নিয়ে কাজ করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হাসিমুখ ফাউন্ডেশন প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেছেন বিশিষ্ঠ শিল্পপতি ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপির সাথে। সাক্ষাতে ভবিষ্যত পরিকল্পনা ও প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।
হাসিমুখ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কাজী শাহরিয়ার, প্রতিষ্ঠাতা সহযোগী কাজী খুররাম জা মুরাদ, গাজী কাইছার বিপ্লব, মোহাম্মদ রাসেল চৌধুরী, শিব্বির আহমদ রানা, এসএম জসিম উদ্দীন, শাহাবুদ্দীন শিহাব ও কালিপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়া হাসিমুখ ফাউন্ডেশন নিরন্তর কাজ করে যাচ্ছে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নের অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের নিয়ে। সাতকানিয়া ও বোয়ালখালী উপজেলায় শিগগির হাসিমুখের কর্মপরিধি বাড়ানো হবে বলে জানান ফাউন্ডেশনের মুখপাত্র এস এম জসিম উদ্দীন। হাসিমুখের উত্তোরোত্তর সমৃদ্ধ কামনা করে মুজিবুর রহমান সিআইপি বলেন, 'হাসিমুখ আর্তের মুখে হাসি ফিরিয়ে আনুক' -হাসিমুখের সর্বাঙ্গীন সাফল্যে সব সময় পাশে থাকার প্রত্যয় জানান তিনি।
ক্যাপশন: পূর্বদেশ সম্পাদকের সাথে হাসিমুখ ফাউন্ডেশন প্রতিনিধির সৌজন্য সাক্ষাত
// from Blogger http://bit.ly/2JLXN67
Comments
Post a Comment