অ্যালোভেরা বা ঘৃতকুমারী’র যত গুণাগুণ

এ্যালোভেরার বা ঘৃতকুমারী'র যত গুণাগুণ

সেবা ডেস্ক: মানব জীবনে ঘৃতকুমারীর ব্যবহার চলে আসছে আদিকাল থেকেই। বিভিন্ন রোগ বালাই এবং সৌন্দর্য রক্ষার উপকরণ হিসাবে ঘৃত কুমারী বা অ্যালোভেরা খুবই কার্যকরী।

স্বাস্থ্য রক্ষায় অ্যালোভেরা রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি খাদ্য হজমেও এটি বেশ সহায়ক। এছাড়াও আর্থ্রাইটিস রোগের ব্যাথা কমাতে এটি সাহায্য করে। দেহের বাড়তি ওজন কমাতে অ্যালোভেরার রস খুবই উপকারী।

শরীরের ক্ষত, কালশিটে দাগ বিশেষ করে পোড়া স্থানে অ্যালভেরা প্রাকৃতিক ওষুধের কাজ করে। অ্যালোভেরার রস মাউথওয়াশ হিসাবে ব্যবহার করা যায়। এতে করে দাঁতে জমাট বেঁধে থাকা ময়লা পরিস্কার হয়। এছাড়া এর সহয়তায় মুখের ভেতর হওয়া ঘা, আলসার রোগের নিরাময় ঘটে।

স্বাস্থ্য রক্ষার সঙ্গে রূপচর্চায় অপরিসীম ভূমিকা রাখে অ্যালোভেরা। স্বাস্থোজ্জ্বল চুলের জন্য অ্যালোভেরার তেল ব্যবহার করা যায়। এতে করে চুল ঘন হয় এবং খুশকি মুক্ত থাকে।শুষ্ক ত্বকের জন্য অ্যালোভেরা সবচেয়ে ভাল কাজ করে। মুখের ব্রণ, কালো দাগ ও রোদের পোড়া ভাব কমায়।



//


from Blogger http://bit.ly/2mfsszq

Comments