বকশীগঞ্জে ছাত্রের বুকে ইট দিয়ে আঘাত: অধ্যক্ষ গ্রেফতার

বকশীগঞ্জে ছাত্রের বুকে ইট দিয়ে আঘাত: অধ্যক্ষ গ্রেফতার

এ.এইচ. লালন: জামালপুর জেলার বকশীগঞ্জে ঝংকার সিনেমা হলের সম্মুখে অবস্থিত ডলফিন কিন্ডার গার্টেন নামক এক শিক্ষা প্রতিষ্ঠানে রাব্বি (১৩) নামে ছাত্রকে বাড়ি থেকে পড়া শিখে না আসায়  বুকের উপর ইট দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। 

ছাত্রটি এখন বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন। এ ঘটনায় ডলফিন কিন্ডার গার্টেনের মালিক অধ্যক্ষ সোহেলকে আটক করেছে পুলিশ।

রাব্বি(১৩) দড়িপাড়া এলাকায় ইউসুফ আলীর ছেলে এবং সে ডলফিন কিন্ডার গার্টেনের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।

জানা যায়, ৮ আগষ্ট রবিবার বিকালে পৌর এলাকায় ডলফিন কিন্ডার গার্টেনে বিকালে ক্লাশ চলাকালে রাব্বি'কে বাড়ি থেকে পড়া শিখে না আসায় শাস্তি হিসাবে সকল শিক্ষার্থীর সামনে বুকের উপর ইট তোলে দিয়ে শাস্তি দেয় ঐ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও মালিক মো. সোহেল।
দির্ঘ সময় বুকের উপর ইট থাকায় রাব্বি গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ে। এমতাবস্থায় ঐ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও আশেপাশের লোকজন রাব্বি'কে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, রাব্বীর বাবার অভিযোগ ভিত্তিতে স্কুলের পরিচালক সোহেলকে আটক করা হয়েছে।
 -
//


from Blogger http://bit.ly/2NBIBMi

Comments