সিলেট সিটির উন্নয়নে কামরানের অবদান

সিলেট সিটির উন্নয়নে কামরানের অবদান

সেবা ডেস্ক: আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ৬০ এর দশকে আওয়ামী লীগে যোগ দেওয়ার মাধ্যমে রাজনীতিতে যোগদান করেন।

১৯৭৩ সালে বদর উদ্দিন আহমদ কামরান যখন কলেজের ছাত্র তখন শুরু হয় দেশের প্রথম পৌর নির্বাচন। ৮৯ সালে আবারো নির্বাচনে অংশ নিয়ে কামরান বিজয়ী হন। সেই সাফল্যের পথ ধরে এভাবে ১৯৯৫ সালে তিনি সিলেট পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

নিজ দল ক্ষমতার বাইরে থাকা অবস্থায় অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বীতায় তিনি দুইবার মেয়র পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। সিলেট পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হবার পর ২০০২ সালের ২৮ জুলাই তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০০৩ সালের ২০ মার্চ সিটি করপোরেশন নির্বাচনে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। কারাগারে থেকে ২০০৮ সালে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে তিনি আবারো ইতিহাস গড়েন।

বদর উদ্দিন কামরান আহমদের সময়ে সিলেট সিটি করপোরেশনের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। তার শাসনামলে সুরমা নদীর দুই তীরে সৌন্দর্য বর্ধন ও স্বাস্থ্য রক্ষায় দৃষ্টি নন্দন ওয়াক ওয়ে নির্মাণ করা হয়। বিশুদ্ধ পানি শোধনাগার তৈরি করা হয় তার সময়েই।

সিটি করপোরেশনের ধোপাদীঘির পাড় এলাকায় মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় হাসপাতাল নির্মাণে বড় ভুমিকা রাখেন তিনি। সিটি করপোরেশন জামে মসজিদ তৈরিতে অবদান রাখেন বদন উদ্দিন আহমদ কামরান।

এছাড়া দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার গেট ও সিলেটের প্রথম মুাসলমান হযরত গাজী বুরহান উদ্দিন (র.) মূল রাস্তার ফটক নির্মাণ করেছেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের সত্কার করার শ্মশান তার সময় আধুনিকায়ন হয়েছে।

বর্ণমালা স্কুল ও ভোলানন্দ নৈশ বিদ্যালয় আধুনিকায়ন করেছেন তিনি। ঐতিহ্যবাহী আলী আমজাদ'র ঘড়ি ও সারদা স্মৃতি ভবন সংস্কার করে যুগোপযোগী করেছেন সাবেক এই মেয়র। মেয়র কাপ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের প্রণেতা বদর উদ্দিন আহমদ কামরান।

এক কথায় সিলেট সিটি করপোরেশনের যত বড় বড় উন্নয়ন হয়েছে, তার পেছনে রয়েছে বদর উদ্দিন আহমেদ কামরানের মুখ্য ভুমিকা।

শহরবাসীদের সার্বিক কল্যাণে তার সততা, ভালবাসা, কর্মগুণের প্রশংসা করলে তা হবে কম।

সবকিছু মিলিয়ে বদর উদ্দিন আহমদ কামরান- সিলেট সিটি করপোরেশনবাসীদের কাছে খুবই জনপ্রিয় আর শ্রদ্ধার মানুষ।


//


from Blogger http://bit.ly/2JsccV1

Comments