বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্বরণে সারাদেশে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
১৮ জুলাই বুধবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন,
উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, শিক্ষক অনুপ কুমার সেন , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৭০০ বৃক্ষরোপন করা হবে।
//
from Blogger http://bit.ly/2Jy0Bni

Comments
Post a Comment