সাংবাদিক জিএম কিংকং এর ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ

সাংবাদিক জিএম কিংকং এর ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ


দৈনিক যায়যায়দিনের বকশীগঞ্জ সংবাদদাতা জিএম ফাতিউল হাফিজ বাবুর চাচা ও দৈনিক দিনকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জিএম সাজ্জানুর ইসলাম কিংকং (৩৮) এর ১৩ তম মৃত্যু বার্ষিকী আজ। ২০০৫ সালের ২৪ জুলাই তিনি কুড়িগ্রামের নিজ ডাকবাংলা পাড়া বাসভবনে হƒদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিলের পাড় গ্রামে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ-মাহফিল ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। এ ছাড়াও কুড়িগ্রামেও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

সজ্জনশীল, সাহসী ও আপোসহীন সাংবাদিক জিএম কিংকং মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বকশীগঞ্জ প্রতিনিধি

//


from Blogger http://bit.ly/2LuJmZe

Comments