
বাঁশখালী (চট্টগ্রাম), প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চৌমুহনী সেন্টার এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গুরুতর আহত দুই ভাই চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৪ দিন ধরে। তাছাড়া ওই সন্ত্রাসী হামলায় আহত হয়েছিল অন্তত আরো ৪ জন। সন্ত্রাসী হামলার ঘটনায় সোমবার (২৫ জুন) ওই এলাকার মৃত আবদুর রহমানের পুত্র জানে আলম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছে।
এদিকে হামলা ও মামলার বিষয়ে সত্যতা স্বীকার করে গুনাগরী পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ওসি) তদন্ত মো. আতাউল হক চৌধুরী বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছিল। দুস্কৃতিকারীর বিরুদ্ধে নিয়মিত মামলাও রুজু করা হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, পুকুরিয়া ইউপি'র ৭নং ওয়ার্ডের মৃত আবদুর রহমানের পুত্র জানে আলমের সাথে একই এলাকার নুরুল আলমের সাথে জায়গা সম্পত্তির বিরোধ চলে আসছিল দীর্ঘদিন থেকে। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীর মাধ্যমে উপর্যুপরি ছুরিকাঘাত করে দুই সহোদর জানে আলম ও মনিরুল ইসলামকে গুরুতর আহত করে।
এ দুই সহোদরকে বাঁচাতে অন্যান্যরা এগিয়ে আসলেও তাদেরকে এলোপাথাড়ি হামলা চালায় সন্ত্রাসীর দল। হামলায় দুই সহোদর সহ আহত হয় অন্তত আরো ৪ জন। এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওই দুই সহোদর চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
-
//
-
//
from Blogger http://bit.ly/2lwaw37
Comments
Post a Comment