বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ী আটক

বকশীগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ী আটক
বকশীগঞ্জ প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার সন্ধ্যায় বাট্টাজোর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো মো. জামান মিয়া (২১), রবিউল ইসলাম (২৫), ফনিক্স মিয়া (২২) ও জোবায়ের মিয়া (৩৫)। তাদের বাড়ি বাট্টাজোর ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেনের নির্দেশনায় থানার উপপরিদর্শক ফারুক আহমেদ , সহকারী উপপরিদর্শক রুবেল ও সহকারী উপপরিদর্শক সেলিম মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন । এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শরিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
//


from Blogger http://bit.ly/2KbS0uW

Comments