বিশ্ব ইজতেমা নিয়ে হাসান উদ্দিনের বিস্ফোরক মন্তব্য

বিশ্ব ইজতেমা নিয়ে হাসান উদ্দিনের বিস্ফোরক মন্তব্য

সেবা ডেস্ক: টঙ্গির তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা বাংলাদেশের জন্য আল্লাহ তায়ালার এক বিশেষ রহমত ও নিয়ামত। মক্কা শরীফে পবিত্র হজ্বব্রত পালনের পর ধর্মপ্রাণ মুসলমানদের এটাই বৃহত্তম সম্মেলন বা সমাবেশ।

ইজতেমা তাকওয়া বা খোদাভীতি অর্জন, দ্বীনের তালিম গ্রহণ ও আমল-আখলাক সুন্দর করবার এক অপূর্ব সুযোগ সৃষ্টি করে। কালিমা, নামাজ, রোযা, ইলম ও যিকির, ইকরামুল মুসলিমিন, সহী নিয়ত ও দাওয়াতে তাবলিগ—তাবলিগ জামাতের এই ছয় উসুল বা মূলনীতি সম্পর্কেও সঠিক ধারণা পাওয়া যায়। মূলত বিশ্ব ইজতেমা তাবলীগ জামাতের মহাসম্মেলন হলেও ইজতেমা এখন শুধু আর তাবলীগ কর্মীদের মধ্যে সীমাবদ্ধ নাই। এর বাইরেও লক্ষ লক্ষ মুসলমান সওয়াব হাসিলের উদ্দেশ্যে অংশগ্রহণ করছে।

মুসলিম উম্মার এই আবেগ ও ভালবাসার যায়গা নিয়ে বাজে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। বিগত রোযার এক ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি ইজতেমাকে পিকনিকের সাথে তুলনা করেছেন। তিনি বিশ্ব ইজতেমাকে ইসলাম পরিপন্থী বিদাত বলে মন্তব্য করেন। তাছাড়া ইজতেমাকে যানযট সৃষ্টির কারন ও বলেছেন। তার ভাষ্যমতে বিশ্ব ইজতেমা সময় অপচয় ছাড়া কিছুই নয়। তিনি বলেন ইজতেমার পরিচালনায় নিজেদের মধ্যেই দ্বন্দ ,তারা আবার বিশ্বকে একত্রিত করবে কিভাবে। এমনকি তিনি গাজীপুরের মেয়র নির্বাচিত হতে পারলে এই ইজতেমাকে প্রতিহতেরও ঘোষণা দেন।

তার এই মন্তব্য নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। যার প্রতিফিলন এবারের নির্বাচনে পড়বে বলে মনে করছে স্থানীয় সাধারণ মানুষ।


//


from Blogger http://bit.ly/2lxOXzs

Comments